খেয়াল আছে, 2013 সালে, গুয়াংজু এভারগ্রান্ড যখন প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে, তখন কেমন লেগেছিল? ওই রাতে অগুনতি চীনা ফুটবল ভক্ত আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল।
আমিও সেই রাতে টিভির সামনে বসে খেলা দেখছিলাম। সত্যি বলতে, খেলাটা সহজ ছিল না।
প্রথমে একটু ঘাঁটাঘাঁটি:
আমি আসলে প্রথমে একটু ঘাঁটাঘাঁটি করলাম, সালটা মনে করার চেষ্টা করলাম। দেখলাম, “恒大几次亚冠冠军” লিখে সার্চ দিলেই সব তথ্য চোখের সামনে ভেসে উঠছে। সেখান থেকেই মনে করতে পারলাম।
সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো
- প্রথমবার: ২০১৩ সাল, গুয়াংজু এভারগ্রান্ড এফসি সিউলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মনে আছে, খেলাটা ছিল টানটান উত্তেজনার। প্রথম লেগে ২-২ গোলে ড্র হওয়ার পর, ঘরের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে। অ্যাওয়ে গোলের সুবাদে জিতে যায় গুয়াংজু।
- দ্বিতীয়বার: ২০১৫ সাল, আল-আহলিকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয় গুয়াংজু। প্রথম লেগে ০-০ গোলে ড্র হয়, আর ফিরতি লেগে ১-০ গোলে জিতে যায় তারা।
সত্যি বলতে, ওই সময়টা ছিল চীনা ফুটবলের জন্য দারুণ একটা সময়। গুয়াংজু এভারগ্রান্ডের এই সাফল্য শুধু একটা ক্লাবের জয় ছিল না, এটা ছিল পুরো দেশের ফুটবলের জন্য একটা বড় পাওয়া।
আজ এত বছর পরেও, সেই দিনগুলোর কথা মনে পড়লে নস্টালজিক হয়ে যাই। এখনো মনে আছে, খেলা দেখার সময় আমার উত্তেজনা আর আনন্দ।
যদিও এখন পরিস্থিতি কিছুটা বদলেছে, তবুও সেই স্মৃতিগুলো ভোলার নয়। গুয়াংজু এভারগ্রান্ডের ওই জয়গুলো চীনা ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।