খে বন্ধুরা, আজকে ভাবলাম একটু ইংলিশ ফুটবলের মজা নেওয়া যাক। তা, ইংলিশ প্রিমিয়ার লিগ তো সবাই দেখি, ভাবলাম একটু নিচের দিকের লিগগুলো দেখা যাক। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর হলো ইংলিশ ফুটবল লিগ ওয়ান, সংক্ষেপে যাকে ইংলিশ লিগ ওয়ান বা ইএফএল ওয়ান-ও বলে। তো, এই ইংলিশ লিগ ওয়ানের খেলাগুলো কোথায় দেখা যায়, সেটা নিয়েই আজকের এই লেখা।
আমি প্রথমে একটু ঘাঁটাঘাঁটি করলাম, কোথায় কী দেখাচ্ছে। ভাবলাম, প্রথমে একটু গুগলে সার্চ করে দেখি। সার্চ করতেই দেখি অনেকগুলো রেজাল্ট। তখন বুঝলাম, আরে! এতো সহজে সব পাবো না!
কীভাবে দেখলাম?
প্রথমে ভাবলাম, স্পোর্টস চ্যানেলগুলোতে নিশ্চয়ই দেখাবে। কিন্তু খুঁজে দেখলাম, সরাসরি কোনো চ্যানেলে দেখাচ্ছে না।
তখন মনে হলো, নিশ্চয়ই কোনো অ্যাপে দেখা যাবে।
- কিছু অ্যাপ দেখলাম: কয়েকটা অ্যাপের নাম দেখলাম, যেমন- আইকিউআইওয়াইআই স্পোর্টস, নিউইয়র্ক স্পোর্টস।
কিন্তু ওগুলোতেও পেলাম না।
তারপর ভাবলাম, একটু অন্যভাবে চেষ্টা করি। কিছু ওয়েবসাইটের নাম পেলাম, ভাবলাম ওগুলোতেই চেষ্টা করি:
- ওয়েবসাইটে খোঁজা: কিছু ওয়েবসাইট দেখলাম, যেখানে নাকি লাইভ স্ট্রিম দেখা যায়। যেমন – একটা সাইটের নাম দেখলাম, যেখানে নাকি খেলা শুরুর আগে লাইভ স্ট্রিমের অপশন দেয়।
ওগুলোতেই খেলা দেখতে থাকি এখন।
তবে, একটা জিনিস খেয়াল করলাম, একেক জায়গায় একেক রকম রেজাল্ট দেখাচ্ছে। তাই, আমি ভাবলাম, কয়েকটা জায়গা মিলিয়ে দেখলে ভালো হয়।
তো, এই ছিল আমার ইংলিশ লিগ ওয়ান দেখার অভিজ্ঞতা। আশা করি, আপনাদেরও কাজে লাগবে।